কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিক্ষিকার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় আত্মহত্যা করেছেন সাগর চন্দ্র বিশ্বাস নামে কলেজছাত্র।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে কুমারখালী পৌরসভার সেরকান্দি গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাগর চন্দ্র বিশ্বাস (১৯) সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও কুষ্টিয়া পলিটেকনিকেল ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
সাগরের মা জানান, পলিটেকনিকের এক ম্যাডামের (শিক্ষিকা) সঙ্গে তার ছেলে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে সাগর মানসিকভাবে ভেঙে পড়ে। সেজন্য তিনি কয়েকবার কলেজে গিয়ে ম্যাডামকে অনুরোধ করে সম্পর্ক ঠিক করারও চেষ্টা করেন। তবু সম্পর্কের আর জোড়া লাগেনি।
তিনি আরও জানান, ঘুমের ওষুধ খাওয়ার কারণে সাগর প্রতিদিন বিকেলে ঘুম থেকে ওঠে। কিন্তু শুক্রবার বিকেলে ঘুম থেকে না উঠলে তিনি প্রথমে ডাকাডাকি করেন এবং পরে মুঠোফোনে ঘুম ভাঙানোর চেষ্টা করেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে সাগরের মরদেহ। তার ভাষ্য, ম্যাডামের সঙ্গে প্রেমের বিচ্ছেদ সইতে না পেরে সাগর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC