শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
এর আগে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে সচিবালয়ের সামনে জড়ো হন। পরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।
গত বছরের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC