রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, র্যাংকিংয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েকে সিংগেল ডিজিটে এগিয়ে নিতে হলে প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম।
আগামীতে শিক্ষা ও গবেষণার মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে এগিয়ে আনা হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (০৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘হাউ স্যালাইনিটি হ্যাজার্ডস আর শেপিং কোস্টাল কমিউনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সেমিনারের বিষয়বস্তু দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রতিবছর জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এ অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। যার প্রভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে এই এলাকার মানুষ। নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য এ ধরনের গবেষণা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বেরোবি উপাচার্য।
বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান।
উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমান। জীব ও ভূবিজ্ঞান অনুষদের দুই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC