
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অনশন ভাঙাতে না পেরে এবং তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বৃহস্পতিবার রাতে কাথা-বালিশ ও মশারি নিয়ে অনশনস্থলের পাশেই রাত্রিযাপন করেন।
উপাচার্যের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে দাবিদাওয়া আদায়ে তারা অনশনে অনড় রয়েছেন।