একসঙ্গে শাহরুখ আর বিজয়কে পর্দায় দেখার আশায় যারা ছিলেন, তাদের জন্য সুখবর। অ্যাটলির পরবর্তী ছবিতে শাহরুখ আর বিজয়কে একসঙ্গে দেখা যাবে।
চেন্নাইতে জওয়ানের শ্যুটিং করার সময় অ্যাটলির জন্মদিনে এসেছিলেন শাহরুখ ও বিজয় দুজনেই। এই সময়টাতে বিখ্যাত গান জিন্দা বান্দার শ্যুটিংও করেন তারা। তাদের ছবি দেখে উৎসাহ পেয়েছিল ভক্তরা।
টিভি প্রেজেন্টার ও ইউটিউবার গোপীনাথকে দেওয়া এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, তিনিই ফোন করেন ও আমন্ত্রণ জানান বিজয়কে।
রাজিও হন দক্ষিণের ওই সুপারস্টার। আর সেখানে এসে শাহরুখ খান আর থালাপতি বিজয় নিজেদের মধ্যেই কথা বলে নেয়। তারপর ডাক পড়ে অ্যাটলির।
শাহরুখ অ্যাটলিকে বলেন, সে যদি দুটো হিরো নিয়ে কোনো ছবি ভেবে থাকে তাহলে তারা দুজন করতে রাজি। পাশ থেকে হ্যাঁ বলে দেন বিজয়ও।
অ্যাটলি জানিয়েছেন, আমি জোর কদমে স্ক্রিপ্ট তৈরির কাজ করে চলেছি। সব ঠিক থাকলে আমার পরের সিনেমা এই দুই তারকাকে নিয়েই হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC