হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ৮.৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় এক বিদেশি নারী যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই নারী যাত্রীর লাগেজ থেকে এই কোকেন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৮ ফ্লাইটটি রাত ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা ফ্লাইটের ৩০এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে চিহ্নিত করেন। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর ওই যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে তল্লাশি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,তল্লাশির সময় তার লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো বস্তু উদ্ধার করা হয়, যা প্রাথমিক পরীক্ষায় কোকেন বলে নিশ্চিত করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিটের পরীক্ষার মাধ্যমে এর সত্যতা যাচাই করা হয়েছে। জব্দ করা কোকেনের মোট ওজন ৮.৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
আটক নারী যাত্রীকে বর্তমানে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। এই চোরাচালানের ঘটনায় ফৌজদারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC