২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুসারে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য এক দীর্ঘ ছুটির সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুদিন ছুটি উপভোগ করতে পারবে।
শিক্ষার্থীদের জন্য এই ছুটির শুরু হচ্ছে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) দিয়ে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত ছুটি কার্যকর হবে। এর মধ্যে ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা রয়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান এটি কার্যকর করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই ছুটির তালিকা অনুমোদন করেছে এবং প্রজ্ঞাপনে জানিয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান এই সময়সূচি মেনে চলবে। এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘ ছুটির সুবিধা নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত তাদের নিজস্ব সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হবে, কারণ এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
এছাড়া দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরাও টানা ছুটি উপভোগ করবেন। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সরকারি দপ্তরগুলোতে মোট চার দিনের ছুটি থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC