ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

শান্তর সেঞ্চুরিতে জিতল বাংলাদেশ, প্রতিক্রিয়া জানালেন স্ত্রী সাবরিনা

Cricketer Nazmul Hossain Shanto and his Wife Sabrin Sultana Ratna
ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তার স্ত্রী সাবরিন সুলতানা রত্না

নাজমুল হোসেন শান্তর অসাধারণ সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

জবাবে ২৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। দলের জয়ে ১২৯ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১২২* রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত।

তার নায়কোচিত এমন ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী সাবরিনা রত্না।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শান্তর সঙ্গে ছেলের একটি ছবি পোস্ট করেছেন রত্না। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর সেঞ্চুরি। অভিনন্দন পাপা ফ্রম ইজহান।’

এদিকে সাকিব আল হাসান (৩), মোহাম্মদ আশরাফুল (১), মুশফিকুর রহিম (১) ও তামিম ইকবালের (১) পর পঞ্চম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেন শান্ত।