আগামীকাল সোমবার, বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এই মহাযজ্ঞে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। তবে এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে মাঠে হাজির হচ্ছেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা!
ফাইনাল ম্যাচে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিরতির সময় বৃদ্ধি করে ১৫ থেকে ২৫ মিনিট করা হয়েছে। বিরতির সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানেই পারফর্ম করবেন এই বিখ্যাত শিল্পী।
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমের দাবি, মাত্র ৫ মিনিটের পারফর্ম্যান্সের জন্য শাকিরা পাচ্ছেন ২ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৩৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উপার্জন করবেন শাকিরা। প্রায় ২৩৪ কোটি টাকা!
২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান গেয়ে বিশ্বজুড়ে তারকা খ্যাতি পাওয়া শাকিরার এই পারফর্ম্যান্স কোপা আমেরিকাকে আরও রোমাঞ্চকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, শাকিরা সুপার বোল এবং তিনটি ফুটবল বিশ্বকাপে পারফর্ম করেছেন। এবার প্রথমবারের মতো আসছেন কোপার মঞ্চ মাতাতে।