
ঈদ মানেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা। এবারো ভক্তদের মাঝে গুঞ্জন ছিল ‘বরবাদ’ মুক্তির। তবে ঈদ দোরগোড়ায় কড়া নাড়লেও, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা পড়েনি।
সূত্রে জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার একটি গানের শুটিং শেষে শনিবার (২২ মার্চ) দুবাই থেকে দেশে ফিরেছেন শাকিব খান।
এদিকে, ঢালিউডের আনাচে-কানাচে গুঞ্জন, একাধিক জটিলতায় আটকে আছে এই সিনেমাটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে সিনেমাটিকে বেশ কিছু নিয়মের বাধা পেরোতে হবে।
এই পরিস্থিতিতে, হঠাৎ করেই সেন্সর বোর্ডে জমা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’। ২০২১ সালে শেষ হওয়া এই সিনেমাটি সোমবার (২৪ মার্চ) সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন। এরপর কোনো সমস্যা থাকলে, তা সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে, ‘অন্তরাত্মা’র পরিচালক আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান। তবে এ বিষয়ে তিনি এখনো মুখ খোলেননি।
এমন অবস্থায়, শাকিব ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, ঈদে কি ‘বরবাদ’ মুক্তি পাবে? নাকি সিনেমাটি আটকে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে ৪ বছর আগের সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে?
উল্লেখ্য, ‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।