ঈদের আনন্দে মেতেছে ঢালিউড। মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা 'বরবাদ' যেন এক ঝড় তুলেছে সিনেমা হলগুলোতে। দর্শকদের উপচে পড়া ভিড়ে হলগুলো রীতিমতো হাউজফুল। আর এই আকাশছোঁয়া চাহিদার কথা মাথায় রেখে, বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়ন সিনেমা কর্তৃপক্ষ দর্শকদের জন্য এক বিশেষ চমক নিয়ে এসেছে।
শুক্রবার (৩ এপ্রিল) লায়ন সিনেমাসে 'বরবাদ'-এর একটি বিশেষ লেট নাইট শো-এর আয়োজন করা হয়েছে। রাত ১০টা ৫০ মিনিটে শুরু হবে এই বিশেষ প্রদর্শনী। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় নিজেই তার ফেসবুক পেজে এই খবরটি জানিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, দর্শকদের বিপুল আগ্রহের কারণেই এই বিশেষ শো-এর আয়োজন করা হয়েছে। এছাড়া, বাংলাদেশের সিনেমা ইতিহাসে এর আগে কোনো মাল্টিপ্লেক্সে এত রাতে শো-এর আয়োজন করা হয়েছে কি না, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
'বরবাদ' সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাকিবের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম এবং মিশা সওদাগরের মতো জনপ্রিয় অভিনেতাদের।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC