রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ মডেলের ফোন দুটি উন্মোচন করা হয়। ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ শীর্ষক আয়োজনে স্মার্টফোন দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে শাওমির সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা হয় এবং প্রযুক্তিপ্রেমীদের সঙ্গে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শাওমি গ্রাহকদের ‘ঈদ উইথ মি’ উদযাপনে নতুন দুটি ফোনের উন্মোচন বাড়তি মাত্রা যোগ করবে।
অত্যাধুনিক ফিচার-সমৃদ্ধ নতুন ফোন দুটির মাধ্যমে শাওমি ফ্যানরা এই ঈদে আরও ভালোভাবে তাদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করে নিতে পারবেন বলেই আমরা মনে করি।
তিনি আরও বলেন, “শাওমি সবসময় গ্রাহকদের চাহিদানুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ বাজারে আনলো, যা অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে দেবে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স”।
শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটিতে ২০০-মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে, যা উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, ৬.৬৭-ইঞ্চির অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ফোনটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা উন্নত করবে।
ডিভাইসটিতে মিডিয়াটেকের হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট ব্যবহৃত হয়েছে, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ে ভালো পারফরম্যান্স দেবে। ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তির কারণে মাত্র ৭২ মিনিটে ফুল চার্জ সম্ভব হবে।
ফোনটির কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এবং আইপি৬৪ রেটিং রয়েছে, যা স্ক্র্যাচ, ধুলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা দেবে। এটি মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু এবং অরোরা পার্পল—এই তিনটি রঙে বাজারে এসেছে।
অপরদিকে, শাওমি রেডমি এ৫ মূলত সাশ্রয়ী দামের মধ্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স ও ভালো ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যা ভালো মানের ছবি তুলতে সক্ষম।
৬.৮৮-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মসৃণ। প্রসেসর হিসেবে এতে ইউনিসক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি হিসেবে ৫২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রিন এবং ওশ্যান ব্লু রঙে বাজারে এসেছে।
শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনের ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা, আর রেডমি এ৫ মডেলের ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্মার্টফোন দুটি দেশজুড়ে শাওমির অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC