এপ্রিল ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Prize distribution for annual sports and cultural competition at Shashidal Union High School
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফয়েজ আহমদ ভূইয়া। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কসবা গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাহেদুল আলম, বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সমাজসেবক শাহজাহান সাজু, আবু সুফিয়ান মিন্টু, শশীদল গালর্স স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান, জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন, প্রতিষ্ঠানটির সাবেক দাতা সদস্য শামসুল ইসলাম মালু, দাতা সদস্য ছাদেক আহাম্মদ, কোঅপ্ট সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য এমদাদ হোসেন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার, মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রোকসানা আক্তার।

এছাড়া প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মোহাম্মদ হানিফ, মো. জয়দুল হোসেন, মোসাম্মৎ ফাতেমা বেগম, মো. আবুল কালাম আজাদ, মো. রফিকুল ইসলাম, মোসা. শিরিন আক্তার, মোসা. রেবেকা হোছনা জাহান, মোসা. রোজিনা আক্তার, মো. নাছিরুল হক, এম ইমরান হোসেন, আবদুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, নিজাম বিন জামান, মোসা. সানজিদা আক্তার, জসিম উদ্দিন, মো. ইব্রাহিম ও ফারুক আহমেদ সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।