১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমা 'অপারেশন জ্যাকপট' থেকে শর্ত ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল বাপ্পি চৌধুরীর। এছাড়া বিভিন্ন চরিত্রে থাকবেন আরও আটজন নায়ক।
সিনেমাটি প্রযোজনা করছে অন্তর শোবিজ। তাদের কর্ণধার স্বপন চৌধুরী জানান, বাপ্পি চৌধুরীকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করানো হয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করার জন্য তাকে সিনেমাটিতে রাখা সম্ভব হচ্ছে না।
তবে বাপ্পি চৌধুরী বলছেন ভিন্ন কথা। নায়কের ভাষ্য, আমাকে যে চিত্রনাট্য দেখিয়ে চুক্তিবদ্ধ করানো হয়েছে। পরে দেখি সেটার আমূল পরিবর্তন। তাই আমিই সিনেমাটি থেকে সরে এসেছি।
মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা।
সেই ঘটনা নিয়ে বিগ বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC