সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জিনাত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফটোশুটের ছবি দিয়ে অসুস্থতার কথা জানান তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, গত ১০ দিন ধরে শয্যাশায়ী। বিছানা থেকে উঠতেই পারছেন না। এ দিকে সামনের পুরো সপ্তাহজুড়ে কাজের শিডিউল রয়েছে তার।
জানা গেছে, দীর্ঘদিন ভাইরাস জ্বরে আক্রান্ত এই বর্ষীয়ান অভিনেত্রী। সেই ধকলের কারণে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি।
সত্তরের দশকে বলিউডের লাস্যময়ী নায়িকা জিনাত আমান। সেসময় তার সাহসী চরিত্র বা সাহসী পোশাক নির্বাচন চমকে দেয় বর্তমান প্রজন্মের নায়িকাদেরও। ব্যক্তিগত জীবনে একাধিক উত্থান-পতন সামলেও ৭০ বছর বয়সে এসেও নতুন করে প্রফেশনাল জীবন শুরু করেছেন অভিনেত্রী। বর্তমানে পরিচালক ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC