শুক্রবার ১০ অক্টোবর, ২০২৫

শততম টেস্টের সামনে মুশফিক

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Mushfiqur Rahim
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ বছরই ১০০তম টেস্ট খেলতে পারেন মুশফিকুর রহিম/ছবি: এএফপি

বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এই সিরিজে দুই দল দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই সূচি ঘোষণা করেছে।

এই সিরিজটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য হতে যাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়, তাহলে তিনি দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করবেন।

আয়ারল্যান্ড ক্রিকেট দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ।

এরপর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সবকিছু ঠিক থাকলে, এই ম্যাচেই মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে তাঁর শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন।

এখন পর্যন্ত ৯৮টি টেস্টে মুশফিক ১২টি সেঞ্চুরি সহ মোট ৬ হাজার ৩২৮ রান করেছেন। যদিও তিনি ইতিমধ্যেই ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

টেস্ট সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি ম্যাচগুলো যথাক্রমে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন