ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে লাল পান্ডাসহ মোট ৮৭টি প্রাণী পাচারের চেষ্টার অভিযোগে ৬ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বুধবার রাতের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিরা এসব পশু-পাখি ব্যাগে ভরে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা প্রাণীদের মধ্যে রয়েছে সাপ, তোতাপাখি এবং মনিটর টিকটিকি।
থাইল্যান্ডের কাস্টমস কর্মকর্তারা জানান, পাচারের জন্য এসব পশুপাখি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা এসব পশু-পাখি নিয়ে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে ফিরছিলেন।
থাইল্যান্ডের কাস্টমস কর্মকর্তাদের উদ্ধার করা পশু-পাখির কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে ঝুড়ির ভেতর একটি লাল পান্ডাকে দেখা গেছে। প্লাস্টিকের কনটেইনারের ভেতরে ছিল টিয়া পাখি। কাপড়ের ব্যাগের ভেতর জড়িয়ে ছিল নানান সাপ।
বন্যপ্রাণী পাচারের অন্যতম পরিবহণকেন্দ্র থাইল্যান্ড। পাচার করা এসব প্রাণী সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি করা হয়। তবে ভারতে বন্যপ্রাণীর বাজার ক্রমে বড় হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC