এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

লালমাই ভূমি অফিসের ৫ কর্মচারী ঘুষের অভিযোগে বদলি, তদন্তে কমিটি

Lalmai, Cumilla
লালমাই, কুমিল্লা

কুমিল্লার লালমাই উপজেলা ভূমি অফিসের ৫ কর্মচারীকে ঘুষ নেওয়ার অভিযোগে বদলি করা হয়েছে। এছাড়াও, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লার রেভিনিউ ডেপুটি কালেকক্টর (আরডিসি) ফাহরিয়া ইসলাম স্বাক্ষরিত পৃথক ৩টি বদলির আদেশে লালমাই উপজেলা ভূমি অফিসের বদলি হওয়া কর্মচারীরা হলেন- সার্ভেয়ার মো. মঞ্জুর হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (নাজির) মো. আতিকুর রহমান সরকার, জারিকারক মো. খোরশেদ আলম, অফিস সহায়ক কাউছার আল রোমেন ও অফিস সহায়ক মো. শাহ আলম।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেছেন, লালমাই উপজেলার ভূমি অফিসের ৫ কর্মচারীকে বদলির পাশাপাশি অভিযোগের সত্যতা তদন্ত করতে কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী জড়িতদের শাস্তি আওতায় আনা হবে।