কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বত্থতলা গ্রামে মাদক ব্যবসা ও সেবনের গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মো. সুজন, মো. নুর নবী, মো. আল-আমিন ও মো. মানিক নামের চারজনকে আটক করা হয়।
তাদের বাড়ি তল্লাশি করে ২১৩ পিস ইয়াবা, ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৫টি বাটন মোবাইল, ১টি বিদেশি মদের বোতল, নগদ ৪০,০০০ টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল রাত ৩টায় লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC