কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাড়া থেকে চান কলমিয়া পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ একটি প্রস্তাবিত সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক অনুমোদিত এই সড়কটির উন্নয়ন কাজ আরম্ভের পূর্বে স্থানীয়দের সহায়তা প্রয়োজন বলে জানানো হয়। স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ছাড়া সড়ক নির্মাণের কাজ শুরু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খিসা, উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ ও তার টিম।। তাঁরা সড়কটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই সড়কটি নির্মিত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC