কুমিল্লার লাকসাম উপজেলার নশরাতপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে আরও একজন অভিযুক্ত পালিয়ে যায়।
শনিবার (১০ মে ২০২৫) রাতে মেজর আব্দুল আউয়াল জিশান (সিগস) এর নেতৃত্বে যৌথ বাহিনী একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
তথ্যমতে, মধ্যমপাড়া, নশরাতপুর এলাকায় ঝরনা আক্তার নামের এক নারী ইয়াবা বিক্রি করছেন এমন খবর পেয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঝরনা আক্তারকে ৯ পিস ইয়াবা এবং ৫টি মোবাইল ফোনসহ আটক করে যৌথ বাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
একই রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে লাকসামের মুদাফফরগঞ্জ এলাকায় আরেক মাদক ব্যবসায়ী মো. মাসুদ আহম্মেদের অবস্থানের তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী দ্বিতীয় অভিযান পরিচালনা করা হলেও অভিযুক্ত মাসুদ আহম্মেদ যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানের সময় তার অবস্থানে কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি। ভোর ৩টা ৫০ মিনিটে এই দ্বিতীয় অভিযানটি সম্পন্ন হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC