ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদ তথ্য বুধবার প্রকাশ করেছে। এতে দেখা যায় ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। একই ক্যাটাগরিতে পিছিয়েছেন লিটন দাস।
শ্রেয়স আইয়ার ও গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে ৩৪ নম্বরে উঠে এসেছেন সাকিব। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরেক বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্তরও। এক ধাপ এগিয়ে এখন ৮০ নম্বরে অবস্থান করছেন তিনি।
অপরদিকে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমেছেন লিটন দাস। জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপপর্ব খেলতে পারেননি লিটন। তবে সুপার ফোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। খেলেছেন দুটি ম্যাচ। কিন্তু স্বরূপে ফিরতে পারেননি, আছেন নিজের ছায়া হয়ে। যার প্রভাব পড়েছে এবার র্যাঙ্কিংয়েও।
তাছাড়াও কোমরের চোটে দলের বাইরে থাকা তামিম ইকবালেরও অবনতি হয়েছে। তিনি পিছিয়েছেন একধাপ। অভিজ্ঞ এই ওপেনারের অবস্থান এখন ৩৮ নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ১৭ নম্বরে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC