রোহিঙ্গা সংকট সমাধানে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।
কক্সবাজারের উখিয়ায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন।
এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের প্রথম দুদিন পাঁচটি কর্ম অধিবেশন থাকছে। আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।
এদিকে সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। নিরাপত্তা থাকছে র্যাব, পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC