কোন একদিন রিয়াল মাদ্রিদ ক্লাবের সভাপতির স্থানে নিজেকে দেখতে চান টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে একইসাথে স্বীকার করেছেন ফ্লোরেনতিনো পেরেজের স্থান নিতে হলে যে ধরনের যোগ্যতার মাপকাঠি রয়েছে তা হয়তোবা তার পক্ষে পূরণ সম্ভব নয়।
২২ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্প্যানিশ এই তারকা মাদ্রিদের একনিষ্ঠ ভক্ত। একইসাথে তিনি ক্লাবের অনারারী মেম্বারও। এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলার পর কোমরের ইনজুরির কারনে এখনো পর্যন্ত কোর্টে নামতে পারেননি। সে কারনে আগামী বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিতও দিয়ে ফেলেছেন।
৭৬ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০০-২০০৬ সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।
এক সাক্ষাতকারে নাদাল বলেছেন, ‘আমি কি রিয়ালের সভাপতি হতে পারবো, মনে হয় পারবো। এই পদটির প্রতি আমার আগ্রহ আছে। কিন্তু এখানে অনেক বিষয় জড়িত। এই মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই। কারন আমাদের কাছে সম্ভাব্য সেরা সভাপতি পেরেজ রয়েছেন।
আজ আমি যা চিন্তা করছি কাল হয়তো সেটা চিন্তা নাও করতে পারি। জীবনে অনেক ধরনের চড়াই-উৎরাই সামনে আসে। এই ধরনের পদে যেতে হলে সব ধরনের যোগ্যতা থাকতে হবে। আমি সবসময়ই বাস্তববাদী। আমি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানি। আমি জানি এই পদের জন্য আদৌ আমি যোগ্য কিনা। সময়ই সবকিছু বলে দিবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC