শুক্রবার ১ আগস্ট, ২০২৫

রাশিয়ার ভূমিকম্পের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

রাশিয়ার ভূমিকম্পের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
ছবি: ফ্যাক্টওয়াচ ওয়েব পেজ থেকে সংগৃহীত

রাশিয়ায় ৩০ জুলাই আঘাত হানা ভূমিকম্পের তীব্রতার দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, ভিডিওটি চলতি বছরের ২৮ মার্চ মায়ানমারের ভূমিকম্পের দৃশ্য। এর সাথে রাশিয়ার সম্প্রতি ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো মিথ্যা।

চলতি বছরের ৩০ মে রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা (Kamchatka) উপদ্বীপে স্থানীয় সময় সকাল ৮ টা ২৫ মিনিটে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনার দৃশ্য দাবিতে ফেসবুকে আলোচিত ভিডিওটি ছড়িয়ে পড়ে।

তাই ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই একে ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ‘新聞深喉嚨 (Xīnwén shēn hóulóng)’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ৩০ মার্চ ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এটা মূলত একটি সিসিটিভি ফুটেজ যার এক পাশে ভিডিও ধারণের তারিখ ‘2025-03-28’ দেখতে পাওয়া যায়।

অর্থাৎ, এর মাধ্যমে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাল ভিডিওটি রাশিয়ায় এই ভূমিকম্প হওয়ার অনেক আগের।

এরপরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ‘Daily Mail News’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি সেখানে ২০২৫ সালের ৩১ মার্চ আপলোড করা হয়েছিল।

ভিডিওর বর্ণনাতে উল্লেখ করা হয় যে, ভিডিওটি মিয়ানমারের একটি ইলেকট্রনিক্স দোকানের সিসিটিভি ফুটেজ, যেখানে ৭.৭ মাত্রার ভূমিকম্পের মুহূর্ত রেকর্ড হয়েছে।

যেহেতু ভাইরাল ভিডিওটির সাথে রাশিয়ার ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই তাই ফ্যাক্টওয়াচ আলোচিত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন