বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি ১২ বছর আগে ‘রকস্টার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। সেই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল এবং তিনি রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। কিন্তু সেই সময়টাকে মানিয়ে চলা মোটেও সহজ ছিল না বলে জানান তিনি।
একটি সাক্ষাৎকারে নার্গিস বলেন, “আবেগে ভেসে গিয়েছিলাম ওই সময়টাতে। ভেবে দেখুন আচমকা একদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন নিজে ফেমাস হয়ে গেছেন। আপনি নিজেও একটু হতভম্ভ হয়ে যাবেন।”
তিনি বলেন, “সংবেদনশীল মনোভাবের কারণে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলা দুরূহ ছিল। মানুষ এসব কিছুতেই বুঝে উঠতে পারে না। আর খ্যাতিও আমাকে খানিকটা অবাক করে দিয়েছিল। যদিও অনেকেই চিনতেন না কিন্তু হঠাৎ করে সবাই আমাকে চিনে উঠেছে, সবটা আচমকা। সবাই আমার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত, সত্যিই অভিভূত হওয়ার মতো অনুভূতি। এসবের জন্য অবশ্য আমি কৃতজ্ঞ।”
এদিকে সম্প্রতি কাশ্মীরে জন্ম নেওয়া এলএভিত্তিক ব্যবসায়ী টোনি বেগের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে নার্গিসকে। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে নার্গিস জানিয়েছেন, কেউ একজন তার জীবনে এসেছে। তার সঙ্গে তিনি খুব খুশি। তবে এর থেকে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।
তিনি বলেন, “ব্যক্তিজীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তিনি। নিজেকে পার্টনার পারসন হিসেবে উল্লেখ করেছেন নার্গিস। যার যত্ন নেন, তার সঙ্গে সব কিছু ভাগাভাগি করতে পছন্দ করেন বলে জানিয়েছেন এই বলি অভিনেত্রী।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC