রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আজরাত সাদিয়া (২০) নামে এক তরুণী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সাদিয়া কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
গুরুতর আহত অবস্থায় সাদিয়াকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে, বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই তামজিদ নওশা জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটন এলাকায়। প্রায় এক বছর আগে সাদিয়ার বিয়ে হয় এবং তিনি স্বামী তৌকি তাহমিদের সাথে রাজধানীর সবুজবাগ বাসাবো বউবাজার এলাকায় বসবাস করতেন।
তিনি আরও জানান, সম্প্রতি সাদিয়া অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সেই কারণে সোমবার তিনি তার বোনের সাথে আফতাবনগর পাসপোর্ট অফিসে যান ভেরিফিকেশনের জন্য। কাজ শেষে তারা গুলশানে বড় বোনের বাসায় যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। পথিমধ্যে আফতাবনগর গেটের কাছে চলন্ত রিকশার চাকায় আকস্মিকভাবে সাদিয়ার গলার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার গলায় ফাঁস লেগে যায়।
ঘটনার পরপরই রিকশা থামানো হয় এবং দ্রুত তাকে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনেরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC