এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

রমজানে বাজার দর নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা প্রশাসনের যৌথ অভিযান

Joint campaign by district administration in Comilla to control market prices during Ramadan

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সহায়তায় কুমিল্লা সদর উপজেলায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুর ১২টায় চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়, সেনাবাহিনীর টহল দল, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বাহিনী একযোগে অংশ নেয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে বিক্রিত পণ্যের মূল্যতালিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্কতা জারি করা হয় এবং নিশ্চিত করা হয় যে, ক্রেতারা নির্ধারিত মূল্যে পণ্য সংগ্রহ করতে পারছেন। অভিযান চলাকালে কোনো অতিরিক্ত দাম নেওয়া বা ভোক্তা হয়রানির অভিযোগ পাওয়া যায়নি।

জেলা ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর টহল দল দোকানদারদের সতর্ক করে দেন যে, ভবিষ্যতে কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্য লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।