
আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা বিএসটিআই এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, উক্ত মোবাইল কোর্ট অভিযানে মুড়ি পণ্যের উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন ও সর্বোচ্চ খুচারা মূল্য উল্লেখ না করে এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উক্ত পণ্য মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে মেসার্স বিসমিল্লাহ মুড়ির মিল, বিসিক, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বেঙ্গল ফুড প্রোডাক্টস, বিসিক, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট)।
এ সময় উপস্থিত ছিলেন কে এম হানিফ উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান এবং মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।