নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

রংপুরে সংঘর্ষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত

Begum Rokeya University turned into a battlefield, one student was killed
ছবি: সংগৃহীত

সারা দেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আবু সাঈদ নামে ১২ ব্যাচের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া সাংবাদিকসহ আহত দুই শতাধিক।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে শিক্ষার্থী বেলা ১২ দিকে রংপুর জেলা স্কুলে জড় হয়।

পরে তারা কারমাইকেল কলেজ হয়ে বেরোবিতে অবস্থান নেন। রিপোর্ট লেখা পর্যন্ত এখনো দুই গ্রুপের সংঘর্ষ চলছে। প্রায় ১০ হাজার শিক্ষার্থী অবস্থান করছে।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোরেলের পুলিশ কমিশন মনিরুজ্জামান।