যেকোনো কফি শপে গিয়ে কফি খেতে হলে গুনতে হবে টাকা! কিন্তু যদি ফ্রিতেই কফি খাওয়া যায় তাহলে কেমন হয়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ক্যাফেতে রয়েছে একটি শর্ত, যা এটিকে বিশেষ করে তুলেছে আর স্থান পেয়েছে বিশ্বের একাধিক সংবাদের পাতায়।
শর্তটি হলো ক্যাফেটিতে ঢুকে দরজা খুলেই আপনাকে নাচতে হবে। আর এই অভিনব ধারণার মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে আমেরিকার এই ক্যাফেটি। সাধারণ একটি ব্যবসা কীভাবে মার্কেটিং আইডিয়া ভাইরাল করে ঝড় তুলতে পারে, তা দেখিয়েছে এই ক্যাফে।
ক্যাফেটির মালিক জোশ রশিদ সম্প্রতি ক্যাফের বাইরে একটি বোর্ড লাগিয়েছিলেন, যেখানে লেখা ছিল, পাঁচ সেকেন্ড নাচুন, কফি ফ্রি! তবে শর্ত একটাই, আপনাকে ভিডিওতে থাকতে হবে এবং সেটি ক্যাফের টিকটক অ্যাকাউন্টে আপলোড করা হবে।
ভিডিওতে দেখা যায়, দরজা দিয়ে প্রবেশ করার সময় যে কারও হাবভাব বদলে যাচ্ছে। হঠাৎ করেই তারা নাচতে শুরু করছেন। কেউ দরজা খুলে ছোট্ট নাচের স্টেপ দেখাচ্ছেন, কেউ আবার পুরোপুরি মঞ্চের নৃত্যশিল্পীর মতো মুগ্ধ করছেন। আরেকজনতো নাচতে নাচতে এমন মজা পেলেন যে দরজার সামনে জুতো খুলে ফেললেন! এ যেন কফি পাওয়ার এক উৎসবমুখর প্রতিযোগিতা।
ক্যাফের মালিক এই অফারটি চালু করার পেছনে তার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, এমন কিছু করার উদ্দেশ্য কেবল বিনামূল্যে কফি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, বরং মানুষের মুখে হাসি ফোটানো।
তাদের উদ্যোগ এতটাই সফল হয়েছে যে, ক্যাফের টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট হওয়ার পর তা ৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ফলে শুধু এলাকার মানুষ নয়, দূর দূরান্ত থেকেও লোকজন এই ক্যাফেতে ভিড় জমাচ্ছেন।
তথ্যসূত্র: আনন্দবাজার