মে ২৫, ২০২৫

রবিবার ২৫ মে, ২০২৫

যুক্তির মঞ্চে JUDS এর গৌরবময় অর্জন

Rising Cumilla - JUDS' glorious achievement on the stage of reason
ছবি: প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২৫-এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (JUDS) গৌরবময়ভাবে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি বিতর্ক দল নিয়ে আয়োজিত এ বৃহৎ বিতর্ক উৎসব ছিল বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ, যুক্তির শানিত প্রয়োগ এবং সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য মিলনমেলা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন পর্বে নিজেদের মেধা, কৌশল ও কণ্ঠস্বরে প্রতিপক্ষকে মোকাবেলা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা শুরু থেকেই দৃঢ় আত্মবিশ্বাস, সুগঠিত যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনায় বিচারকদের মন জয় করেন। ফাইনাল পর্বে তারা “চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি” দলের মুখোমুখি হন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।

এশিয়ান পার্লামেন্টারি (AP) ধারায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যুক্তির ধারা, বিশ্লেষণী দক্ষতা ও দলীয় সংহতির নিদর্শন রেখে সবার প্রশংসা কুড়ায় দলটি।

এবারের বিতর্ক উৎসব আয়োজনের প্রতিটি ধাপেই উচ্চমানের ব্যবস্থাপনা, বিচারক প্যানেলের নিরপেক্ষতা এবং বিতার্কিকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিচারক প্যানেলে ছিলেন দেশের খ্যাতনামা শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক বিতার্কিক সহ অনেকেই।

এই বিষয়ে মতামত জানতে চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াসির মোহাম্মদ আমিন বলেন, “নতুন কমিটির অধীনে এটি ছিল আমাদের প্রথম জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। যদিও আমরা দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হতে পারিনি, তবুও এই শুরুকে আমরা আত্মবিশ্বাসের সাথেই দেখছি।”

তিনি আরো বলেন, “বিজিত হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অর্জন প্রমাণ করে যে, বিতর্ক অঙ্গনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দেশের শীর্ষ সংগঠনগুলোর মধ্যে অন্যতম। আমরা গর্বিত যে, যুক্তি ও ভাষার শক্তির মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা তুলে ধরতে পেরেছি।”

বিতার্কিক দলের সদস্য ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মিরাজ বিশ্বাস বলেন, “ডিবেটার অব দা টুর্নামেন্ট হয়েও শিরোপা ঘরে না আনতে পারার আক্ষেপ রয়েছে। আসন্ন জাতীয় প্রতিযোগিতা গুলোতে JUDS আরও দীপ্তমান হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খ্যাতি অর্জন চলমান রাখবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।”

বিতার্কিক দল ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অন্যতম সদস্য ফাতিমা তুজ জোহরা বৈশাখী বলেন, “জাডসের হয়ে প্রথম বিতর্ক আমার। শুরুটা মন্দ হয়নি। আশা করি নিজের উন্নতি করে জাডসের জন্য আরও ভালো কিছু আনতে পারবো।”

JUDS গত আড়াই দশকেরও বেশি সময় (১৯৯৭ সাল থেকে) ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা ও মত প্রকাশের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। তাদের এই অর্জন আবারও প্রমাণ করে যে তারা দেশের শীর্ষস্থানীয় বিতর্ক সংগঠনগুলোর মধ্যে অন্যতম।

এ উৎসবের সমাপ্তি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিরা। রানার্সআপ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলকে সম্মাননা সহ সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, JUDS এর হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন: মিরাজ বিশ্বাস, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, ৪৯ তম ব্যাচ,, ফাতিমা তুজ জোহরা বৈশাখী, মার্কেটিং বিভাগ, ৫০তম ব্যাচ,, অভিষেক শর্মা, আইবিএ, ৫১তম ব্যাচ।

JUDS এর প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, টিএসসির পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। উপদেষ্টা হিসেবে আছেন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

টুর্নামেন্ট জুড়ে অসামান্য পারফরম্যান্সের জন্য “ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন মিরাজ বিশ্বাস। এবং ফাতিমা তুজ জোহরা বৈশাখী ও অভিষেক শর্মা যৌথক্রমে ৩য় স্পিকার ব্রেক করেছেন।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (JUDS) এর এই গৌরবময় যাত্রা আগামীতেও অব্যাহত থাকুক, এই কামনা করি।

আরও পড়ুন