জানুয়ারি ২৮, ২০২৫

মঙ্গলবার ২৮ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্ব পেয়েছে দুটি বিষয়

RisingCumilla.Com - US presidential election
পেনসিলভেনিয়ার একটি ভোটকেন্দ্রে একটি বিড়াল দেখা গেছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। ধীরে ধীরে আসতে শুরু করেছে ফলাফল। এদিকে ২০২৪ সালের এই প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ভোটাদের কাছে সবচেয়ে গুরুত্ব পেয়েছে মূলত দুটি বিষয়। আর তা হচ্ছে- গণতন্ত্র ও অর্থনীতি। এক্সিট পোল তথা বুথফেরত জরিপের প্রাথমিক তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।

আজ বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই বুথফেরত জরিপের প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, মার্কিন ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গণতন্ত্র আর অর্থনীতির অবস্থা। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তাদের গুরুত্বের তালিকায় গণতন্ত্রকে শীর্ষে রেখেছেন।

আর তারপরই জায়গা পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

বিবিসি বলছে, ২০০৮ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই ভোটারদের কাছে অর্থনীতি প্রধানতম ইস্যু হলেও এবারের বুথফেরত জরিপে গণতন্ত্রের সঙ্গে অর্থনীতির দূরত্ব ছিল সামান্যই। প্রায় ৬০ শতাংশ হ্যারিস সমর্থক গণতন্ত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করলেও ট্রাম্প সমর্থকদের মধ্যে মাত্র ১০ শতাংশের কাছে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে ট্রাম্পের প্রায় ৫০ শতাংশ সমর্থক অর্থনীতিকে শীর্ষে রেখেছেন, যেখানে কমালা হ্যারিসের সমর্থকদের মাত্র ১০ শতাংশ তার সাথে একমত পোষণ করেন। তবে উভয়পক্ষের মধ্যেই গণতন্ত্র নিয়ে সমান উদ্বেগ রয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ ভোটার বলেছেন, তারা গণতন্ত্র নিয়ে ‘অনেক’ বা ‘কিছুটা’ হুমকির আশঙ্কা করছেন। আর প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন ভোটার নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার বিষয়ে চিন্তিত।