যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পার্শ্ববর্তী শহর লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সাত কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে ছয় জনই লেবার পার্টির থেকে নির্বাচিত হন। বাকি জন কনজারভেটিভ পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। খবর : লুটন টুডে।
গত বৃহস্পতিবার (৪ মে) লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়। এ প্রথমবারের মত লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে রেকর্ড সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন।
লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন, বিচ হিল ওয়ার্ড থেকে রুমী চৌধুরী, সেন্টস ওয়ার্ড থেকে শাহানারা নাসের ও সায়মা হোসাইন, হাই টাউন ওয়ার্ড থেকে উম্মে আলী, সেন্ট্রাল ওয়ার্ড থেকে ফাতেমা বেগম ও লুসি ওয়ার্ড থেকে ইয়ারুন বেগম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস। এবারের লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে লেবার পার্টির ১১ জন, কনজারভেটিভ পার্টির ৩ জন, লিব ডেমের ২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন অংশগ্রহণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC