যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দি রয়েছেন, তাদের সাজার মেয়াদ কমানো হবে।
‘নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে মেয়াদ কত করা হবে এখনো নির্ধারণ করা হয়নি’, বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়াও, স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজা নিয়েও কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ফরিদপুরের সাম্প্রতিক অবরোধের ঘটনাও উল্লেখ করেন। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে-বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে যে অবরোধ চলছে, তাতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হয়, তাহলে বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC