ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বিয়ের বিষয়ে নতুন করে কিছুই ভাবছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, "আমি এখনও খুঁজে পাইনি জীবনসঙ্গী। তবে খুঁজতেছি। যদি মনের মতো জীবসঙ্গী পাই তবে বিয়ের সিদ্ধান্ত নিবো।"
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাঁধন এসব কথা বলেন। তিনি বলেন, "মাঝেমধ্যে মনে হয়, একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।"
তিনি আরও বলেন, "বিয়ের বিষয়টি বাবা-মা আমার উপরেই ছেড়ে দিয়েছে। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যত নিয়ে এখনও কিছুই নিশ্চিত না। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।"
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাঁধন। কিন্তু বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় এই দম্পতির সংসার। এরপর থেকে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে থাকছেন তিনি।
বাঁধন বর্তমানে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্মে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি বলিউডের একটি ওয়েব ফিল্মে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC