মে ৬, ২০২৫

মঙ্গলবার ৬ মে, ২০২৫

মৎস্য অধিদপ্তরে অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

মৎস্য অধিদপ্তরে অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে মানববন্ধন
মৎস্য অধিদপ্তরে অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে মানববন্ধন/ছবি: সংগৃহীত

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন ও সৃষ্ট নতুন পদে নিয়োগ কার্যক্রম শুরু করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (৫ মে) দুপুর ১টায় অনুষদের সামনের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মৎস্যখাতের টেকসই উন্নয়ন ও দক্ষ জনবল নিশ্চিত করতে প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা অভিযোগ করেন, নতুন পদ সৃষ্টি হলেও নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, যা মাৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য অধিদপ্তরের কাঠামোগত দুর্বলতার কারণে এই খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে দক্ষ জনবল সংকট আরও বাড়বে।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন করে নতুন সৃষ্ট পদে মাৎস্যবিজ্ঞান স্নাতকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হোক।

আরও পড়ুন