রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে নতুন কাঁচা বাজার ও কৃষি মার্কেটের প্রায় ৫০০ শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারে ছোট-বড় দোকানের সংখ্যা ছিল প্রায় ৭০০টি।
সকাল ৯টা ২৫ মিনিটে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মার্কেটের ব্যবসায়ী ও দোকান সংশ্লিষ্টরা জানান, মার্কেটের হক বেকারিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে একে একে অন্যান্য দোকানগুলোয় লাগে। দুই মার্কেটে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ দোকান ছিল। এরমধ্যে দুই মার্কেটের প্রায় পাঁচ শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে।
জানা গেছে, পুড়ে ভস্মীভূত হয়েছে ১৮টি স্বর্ণের দোকান। পুরো মার্কেটে এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ১৭টি ইউনিটের টানা ৬ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে আরও সময় লাগবে। আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনা-নৌ ও বিমান বাহিনী, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা।
উজ্জ্বল মিয়া নামের জুতার দোকানী বলেন, মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের শুরুতে ঢুকতে পারেনি। প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকতে পারলে এত দোকান পুড়তো না। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কিছুই বের করতে পারেনি।
কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারের মার্কেটের সামনে ও ভেতরে ৯টি করে মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল। আগুনে সবগুলো দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, মার্কেটে তার দুটি জুয়েলার্সের দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল। ভোর চারটায় খবর পেয়ে মার্কেটে এসে দেখেন তার দোকানে তখনও আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারেনি। কেউ কেউ সামান্য কিছু সরাতে পেরেছে। মার্কেটের মোট ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে। রাত পৌনে চারটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে। পরে ধাপে ধাপে মোট ১৭টি ইউনিটে ১৩৭ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পুরোপুরি আগুন নির্বাপণে করে আরও সময় লাগবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC