চোটের কারণে লিওনেল মেসি না থাকলেও আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে এল সালভাদরকে। আজ শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল সমানতালে আক্রমণ চালিয়ে বড় জয় তুলে নেয়।
প্রথমার্ধে ক্রিস্তিয়ান রোমেরো ও এনসো ফের্নান্দেসের গোলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে জিওভানি লো সেলসোর গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তে।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ছিল আধিপত্য বিস্তারকারী দল। ১৬তম মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার থেকে হেডে গোল করেন রোমেরো। এরপর ৪২তম মিনিটে লো সেলসোর শট সালভাদরের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফের্নান্দেসের কাছে চলে আসে, যিনি সহজেই গোল করেন।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার আধিপত্য অব্যাহত থাকে। ৫২তম মিনিটে লাউতারো মার্তিনেসের পাস থেকে গোল করেন লো সেলসো। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি আর্জেন্টিনা।
মেসি ছাড়াও আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন না আক্রমণভাগের আরেক খেলোয়াড় পাওলো দিবালা। তবে তাদের অনুপস্থিতি আর্জেন্টিনার উপর কোনো প্রভাব ফেলেনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC