ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

মেসির হাতেই উঠলো আমেরিকান লিগের বর্ষসেরা পুরস্কার

Rising Cumilla - lionel messi and his family
ছবি: সংগৃহীত

এবারই প্রথম ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) পূর্ণ মৌসুম খেলেছেন লিওনেল মেসি। দলকে জিতিয়েছেনও সাপোর্টাস শিল্ড পুরস্কার। এতেই প্রথম পূর্ণ মৌসুমেই এমএলএসের বর্ষসেরার পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন তারকা।

পেয়েছেন আমেরিকান মেজর সকার লিগের (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ অ্যাওয়ার্ড। এটি আর্জেন্টাইন খুদেরাজের ক্যারিয়ারের ৭৯তম ব্যক্তিগত অ্যাওয়ার্ড।

২০২৪ সালটা পরিকল্পনা অনুযায়ী পার করতে পারেনি মেসি। ইনজুরিতে চোটের কারণে তিন মাসের বেশি সময় ছিল মাঠের বাইরে। দিনের হিসেবে সেটা ৬২। তবে যখনই নেমেছেন মাঠে নেমে মুগ্ধতা ছড়িয়েছেন। ১৯ ম্যাচ খেলে লিও করেছেন ২০টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়ে নিয়েছেন আরও ১৬টি গোল।

এদিকে পুরস্কার পাওয়ার পরে মেসি নিজেই জানিয়েছেন লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ। তবে এমএলএস কাপ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চান মেসি, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করবো।’