আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিদের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিয়ে আর্জেন্টিনায় আনতে চায়। জুনের ৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের।
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের দাবি এএফএ মেসিদের এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে নয় নিতে চায় আর্জেন্টিনায়।
আর্জেন্টাইন বিখ্যাত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে জানিয়েছে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েনেস এইরেসে আনতে চায় এএফএ।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পরই কোপা আমেরিকার জন্য প্রস্তুত হতে শুরু করবে আর্জেন্টিনা। তাই কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দেশবাসীর মধ্যে উত্তেজনা ছাড়াতে এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে শেষ ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে চায় এএফএ।
তাদের উদ্দেশ্য ঘরের মাঠ থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটি বিদায় সংবর্ধনা দেয়ার।
তবে এএফএ'র জন্য কাজটি সহজ হবে না। কারণ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে হতে যাওয়া দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের পেছনে কাজ করছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক কোম্পানি। সেই কোম্পানির সঙ্গে একটি চুক্তিতে সই করেছে এএফএ। তাই তাদের সম্মতিতেই কেবল ভেন্যু পরিবর্তন করতে পারবে তারা।
প্রসঙ্গত, আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে শিকাগোর সোলজার ফিল্ডে মেসিবাহিনী খেলবে প্রথম ম্যাচ। তার পাঁচদিন পর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ডে হবে দ্বিতীয় ম্যাচ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC