মেক্সিকোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজন মারা গেছে এবং দ’ুজন এখনো নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে।
বেসামরিক সুরক্ষা পরিষেবা এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত আটজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তা জুয়ান ইগনাসিও অ্যারোয়ো ভেরাস্তেগুই বলেছেন, চলতি বছরের প্রথমদিকে বন উজাড় এবং অগ্নিকান্ডের কারণে অরণ্য এলাকার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যা আকস্মিক এই বন্যায় প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, মেক্সিকোয় হরহামেশাই বন্যা ও ঘূর্ণিঝড় আঘাত হানে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC