দুপুরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছে নাইটদের।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কেকেআর। ৫১ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।
কলকাতা নাইট রাইডার্সের ৬ উইকেটে ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৬ রান তুলে নেয়। ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। টিম ডেভিড ১৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেম। ক্যামেরন গ্রিন ১ বলে ১ রান করেন।
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে অভিষেক হয় শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরের। তবে অভিষেক স্মরণীয় করে রাখতে পারলেন না অর্জুন। তাঁর বোলিং ফিগার ২-০-১৭-০।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC