
মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এবং জরুরি পরিষেবাগুলো।
সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা ও রয়টার্স।
আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশ কমপ্লেক্স থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। এছাড়াও ভিডিও দেখে মনে হয়েছে ভবনটির সম্মুখভাগ ধসে পড়েছে।
মিশরীয় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন আহত হয়েছে।
দু’জন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান যে, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের প্রচণ্ড লড়াই করতে দেখা গেছে। তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলা হয় যে তিন ঘণ্টারও বেশি সময় পরে এটি নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।