মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ভারত বিরোধী হিসেবে পরিচিত মোহমেদ মুইজ্জু। ৫৪ শতাংশ ভোট পেয়ে তিনি প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন বর্তমান ইব্রাহিত মোহমেদ সলিহ। মালদ্বীপের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পরই তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তাকে অভিনন্দন জানান।
এর আগে তিনি রাজধানী মালের মেয়র ছিলেন। খবর আল জাজিরা
চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
গত ৯ সেপ্টেম্বর প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হলে এতে এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (রানঅফ)।
নির্বাচনের আগে মোহামেদ মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশে যে ভারতীয় সেনা রয়েছে তাদের তিনি ভারত পাঠিয়ে দেবেন।
এদিকে নির্বাচনে জয়লাভের পরপরই দলের কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের মুক্তি দাবি জানিয়েছেন মুইজ্জু।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC