ইনজুরির কারণে ১৫ দিনের বিরতির পর মাঠে ফিরেই ইন্টার মায়ামির চিত্র বদলে দিলেন লিওনেল মেসি। তার দুর্দান্ত গোল আর অ্যাসিস্টে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি, নিশ্চিত করেছে দারুণ এক জয়।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বিরতির পরপরই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিকে ছাড়া ম্যাচের শুরু থেকেই মায়ামি দারুণ খেলছিল। প্রথমার্ধের ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে ১-০ তে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলে সমতায় ফেরে গ্যালাক্সি।
এরপরই শুরু হয় মেসির জাদু। ম্যাচের ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এটি ছিল মেজর সকার লিগে চলতি মৌসুমে তার ১৯তম গোল।
খেলা শেষ হওয়ার ঠিক আগে আবারও নায়ক হয়ে ওঠেন মেসি। ৮৯ মিনিটে মেসির অসাধারণ এক ব্যাকহিল পাস থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকা সেই পাসকে গোলে পরিণত করে মায়ামির জয় নিশ্চিত করেন।
এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি খেলে মায়ামির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC