টলিউডের অভিনেত্রী পার্ণো মিত্রকে সঠিক পথ দেখাবেন ঢালিউড অভিনেতা মোশাররফ করিম। এইবার মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছে পার্ণো মিত্র।
খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তাদের সিনেমা ‘বিলডাকিনি’। সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। এটি বাংলাদেশেরই সিনেমা। শুধু মোশাররফ করিম কিংবা কলকাতার পার্ণো নন, সিনেমাটিতে রয়েছে দেশের প্রতিভাবান শিল্পীরা।সবকিছু ঠিক থাকলে আসন্ন পূজায় মুক্তি পেতে পারে এই সিনেমা। বাংলাদেশের পাশাপাশি ‘বিলডাকিনি’দেখানো হবে ভারতসহ বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে।
জানা গেছে, ছবিটির মূল আকর্ষণ গ্রাম্য গৃহবধূর চরিত্রে পার্ণো আর মাঝির চরিত্রে মোশাররফ করিম। সিনেমাটিতে মোশাররফ করিম আর পর্ণো মিত্র জুটি বাঁধলেও তাদের দুজনের মধ্যে না কোন আছে প্রেমের সম্পর্ক, না আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। পার্ণোকে দেখা যাবে গ্রামের সাধারণ গৃহবধূর ভূমিকায়। যাকে জীবনের সঠিক পথ দেখাবেন মোশাররফ করিম। দেখতে পাবেন নারী শক্তি আর মাতৃত্বের স্বাধীনতার গল্প।
এর আগে ২০১৭ সালে বাংলাদেশের সিনেমা ‘ডুব’-এ অভিনয় করেছিলেন পার্ণো মিত্র। এবার তাকে দেখা যাবে কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের বিলডাকিনি উপন্যাস অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC