সোমবার (৬ নভেম্বর) মাত্র ২৮ বছর বয়সেই বিষাক্ত মাকড়সার কামড়ে প্রাণ হারালেন ব্রাজিলিয়ান গায়ক ডার্লিন মোরাইস। ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ডার্লিন মোরাইস-এর স্ত্রী লিসবোয়া।
এই সংগীতশিল্পীর সৎ মেয়েকেও মাকড়সা কামড় দিয়েছে। ফলে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছে। মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে ডার্লিনের দেহে। বাদ যায় না অ্যালার্জিক রিঅ্যাকশন।
তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি করে। সাময়িকভাবে চিকিৎসা করে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো যায়নি।
গায়কের মৃত্যুর পর তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়, ‘ডার্লিন মোরাইসের পরিবারের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে, এই কঠিন সময় পাশে থাকার জন্য। আমরা আপনাদের থেকে এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC