
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। উক্ত ঘটনায় বেশকিছু হতাহতের তথ্য গণমাধ্যমে এসেছে।
এরই প্রেক্ষিতে, মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের ছবি দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের নয়।
প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ১৩ অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আহত শিশুদের দার আল-শিফা হাসপাতালে চিকিৎসা নেওয়ার ছবি।
অর্থাৎ, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের ছবি দাবিতে গাজার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।