শনিবার ২৬ জুলাই, ২০২৫

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের লুকিয়ে কবর দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের লুকিয়ে কবর দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার
ছবি: ফ্যাক্টওয়াচ ওয়েব পেজ থেকে সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দেহাবশেষ পরিবার গোপনে দাফন করছেন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কালো পলিথিন থেকে কিছু হাড়গোড় কবরে সমাধিস্থ করছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির সঙ্গে মাইলস্টোনের ঘটনার কোনো সম্পর্ক নেই। এটি গত জুনে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে ধারণ করা।

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীর দাবিতে প্রচারিত ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘@MdHasanAli-mt4rv‘ নামের একটি ইউটিউব চ্যানেলে এটি পাওয়া যায়। গত ২৮ জুন চ্যানেলটিতে ভিডিওটি আপলোড করা হয়।

ভিডিওটির ওপর থাকা টেক্সট থেকে জানা যায়, এটি কাজলাপাড়া কবরস্থানের ঘটনা। এই কবরস্থান থেকে একমাস আগে কিছু লাশ চুরি হয়েছিল। পরে উদ্ধার করা কিছু কঙ্কাল আবার নতুন করে দাফন করা হয়।

এই ভিডিওর সূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ফেসবুকে ‘ডিটিভি নিউজ ০ পয়েন্ট ২ (DTV NEWS 0.2)’ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ জুন পোস্ট করা একই ভিডিওর ভিন্ন একটি সংস্করণ পাওয়া যায়।

পোস্টটি থেকে জানা যায়, এই কঙ্কালগুলো দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের কাজলা পাড়া গ্রামের কবরস্থানের ৭ টি কবর থেকে চুরি হয়েছিল। প্রায় ১ মাস পর কঙ্কালগুলো ফেরত দেন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।

পরবর্তীতে এই পেজে থাকা একটি মোবাইল নাম্বারে যোগাযোগ করে ফ্যাক্টওয়াচ। ফোনটি ধরেন মীর প্লাবন লাভলু নামে এক ব্যক্তি। নিজেকে তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

মীর প্লাবন লাভলু ফ্যাক্টওয়াচকে জানান, এটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের কাজলা পাড়া গ্রামের কবরস্থানের ঘটনা। জুনের শুরুতে এই কবরস্থান থেকে কয়েকটি লাশ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটকও করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পরে এসব লাশের কঙ্কাল স্থানীয়দের বুঝিয়ে দিলে নতুন করে সমাধিস্থ করা হয়।

তার এই বক্তব্যের সূত্রে পরে দৈনিক প্রথম আলোয় গত ৩ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বরাতে ঘটনাটি সম্পর্কে বলা হয়, কবরস্থান থেকে লাশ চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করেছেন।

অর্থাৎ রাজধানীর মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দেহাবশেষ পরিবার গোপনে দাফন করছেন দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং এটি জামালগঞ্জের। এই ঘটনার সঙ্গে মাইলস্টোনের দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

আরও পড়ুন